পবিত্র ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে টানা আট (৮) দিন ছুটি কাটিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে ভারত-বাংলাদেশের মাঝে পন্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। এদিকে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
এদিকে আমদানি-রফতানি পুনরায় চালু হওয়ায় আমদানি কারকগন, সিন্ডএফ এজেন্টস , কাষ্টমস কর্মকর্তা-কর্মচারি ও বন্দরের ্শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য পরিবহনে আসা ট্রাক গুলোও বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।
পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ট্রাকে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজও চলছে।
টানা ছুটি শেষে বন্দরের আমদানি-রফতানি পুনরায় চালু হওয়ায় বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আজ ৬ এপ্রিল (রোববার) সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে হিলি চেকপোষ্ট পথ দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।