বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকাল নয় টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার রেজাউল করিম কামাল।
উপজেলা নির্বাচন অফিসের সার্বিক তত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। ছবি তোলার এ কার্যক্রম পরির্দশ করেন উপজেলা নির্বাচন অফিসার বাবু হক। এসময় তিনি জানান, নন্দীগ্রাম সদর ইউনিয়নে ৭শতাধিক ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে ছবি তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল ইউনিয়ন পরিষদে ছবি তুলতে আসা নতুন ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে পানি ও চকলেট বিতরণ করেন।