নওগাঁর পোরশায় আলমঙ্গীর কবির(৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার চকনারায়ন গ্রামের মাইজুদ্দিনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকাল ৩টায় উপজেলার সারাইগাছী-মহাদেবপুর সড়কের শিশা বাজারে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার তরী নামক যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ আলমঙ্গীরকে আটক করে থানা পুলিশ। পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক আলমঙ্গীরকে জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে।