বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলার বিএনপির নেতা-কর্মীদের গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাস সরকারের অপশক্তিরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, আল্লাহর বিচারে তাহারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন আবার তাদের দোসর এবং অপজিশন শক্তি যারা কথায় কথায় মিথ্যে অপবাদ দিয়ে নিজেদেরকে পীর সাহেব ভাবার চেষ্টা করছে। তাদের কিছু ফেক আইডি টাকার বিনিময়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা ফেক আইডি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যারা গত ৬/৭ বছরে আওয়ামী ফ্যাসি সরকারের আমলে দলের পক্ষে কোন কাজ করেনি নিজের পিঠ বাঁচানোর জন্য সব জায়গায় আঁতাত করে চলেছে। গত ৬/৭ বছরে দলের একটি মিছিল, মিটিংয়ের কোন প্রোগ্রামের ভিডিও ফুটেজ কিংবা স্টিল ছবি দেখানোর ক্ষমতা নেই তাদের। কিন্তু ৫ আগষ্টের পর তারা বর্তমানে বাঘা নেতা।
এবিষয়ে রবিবার (৬এপ্রিল) দুপুরে মুঠোফোনে সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা রুখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সময় হলে জনগণেই প্রমাণ করবে, কে মাঠে ছিল, আর কে জনগণকে বিপদ থেকে মুক্ত করার জন্য সব সময় পাশে ছিল। তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলছি ধানের শীষ প্রতিক যার হাতে, আমরা আছি তার সাথে, দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, ব্যক্তি এখানে বড় নয়। জিয়াউর রহমানের পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষই হচ্ছে আমাদের আস্থা।
সাবেক এমপির এই পোস্টে দলীয় নেতা-কর্মীরা ব্যাপক সাড়া দিয়েছেন এবং গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।