কুড়িগ্রামের রৌমারী আল আমিন বিজ্ঞান একাডেমিক স্কুল এন্ড কলেজে এসএিসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চরমোনাইয়ের ইসলামীক আন্দোলনের মহাসচিব মাঃ ইউনুস এর আগমনকে ঘিরে, কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলার চরমোনাই দলের অনুসারিরা মোটরসাইকেল শোডাউন দিয়ে সাগত জানান।
শির্ক্ষাথীদের বিদায় উপলক্ষে তৃতীয় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন মাওঃ মোঃ আব্দুল হক আজাদ নায়বে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সিনিয়র মুহাদ্দিস, বগুরা মাদ্রাসা। প্রধান আলোচক অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ খলিফা পীর সাহেব চরমোনাই (রহঃ) ও মহাসচিব , ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথিরা হলেন মাওলানা হাবিবুল্লাহ,মাওলানা আব্দুল মোমিন জিকাদী, মাওলানা মোহাম্মাদ হাফিুর ররহমান. মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মাউসদুর রহমান সিদ্দিকী, আলহাজ্ব আজিজুর রহমান এিসসি প্রধান শিক্ষক,আতিকুর রহমান সহকারী মহাসচিব চরমোনই,আলহাজ্ব আমিরুজ্জামান পিয়াল কেন্দ্রীয় সুরা সদস্য, মাওলানা শাহাজান মিয়া সভাপতি ইসলামী আন্দোলন কুড়িগ্রামসহ আরো অনেকেই।
আল আমিন বিজ্ঞান স্কুল এন্ড কলেজের শির্ক্ষাথীদের বিদায় ও নূরাণী বিভাগের কৃতি শির্ক্ষাধীদের পুরষ্কার বিতরণ উপলক্ষে চরমোনাই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আযোজিত অনুষ্ঠানে আন্তরিকতার সার্থে অংশগ্রহণ করেন। এসময় প্রধান আলোচক মহাসচিব মাওলানা ইউনুস এর সঙ্গে নির্বাচন সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন আমরা ইসলামী সংগঠণ গুলো একত্রিত হওয়ার লক্ষে আলোচনা চলছে। অপরদিকে চরমোনাই ইসলামী আন্দোলন থেকে জাতীয় সংসদ নির্বাচনে আল আামিন বিজ্ঞান একাডেমিক স্কুল এন্ড কলেজের পরিচালক ২৮ কুড়িগ্রাম ৪ আসনে প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক হাফিজুর রহমানকে মনোনয়ন চুরান্ত পর্যায় আলোচনা বলেও তিনি জানান। তিনি তার বক্তব্যে বলেন ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে নির্বাচিত করলে দেশে কোনপ্রকার চাদাবাজ, লুটপাট,দখলবাজ,
ধর্ষণ,খুণ,আহাজানি,দেশের টাকা বিদেশে পাচার হবেনা। তিনি আরও বলেন ইসলামী আইনে সবাইকে সমানভাবে অধিকার দেওয়া হবে এমন বক্তব্য উনি ব্যাক্ত করেন। আলোচনা শেষে বিদায় শির্ক্ষাথীদের গলায় ফুলেল মাল্য দিয়ে বিদায় সংর্বধনা দেওয়া হয়। এসময় কৃতি শির্ক্ষাধীদের মাঝে পুরষ্কার তুলে দেন মহাসচিব মাওঃ ইউনুস। শেষে সকলের জন্য দোয়া মোনাজাতের পর সমাপ্তি বক্তব্যে পরিচালক হাফিজুর রহমান সকলের কাছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের শির্ক্ষাথীরা আল আমিন বিজ্ঞান স্কুল এন্ড কলেজে শিক্ষার মান অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে আছে ইনশাআল্লাহ আরও এগিয়ে যাওয়ার প্রথ্যাশা ব্যাক্ত করেন।