গাজায় চলমান ইসরায়েলী হামলায় নারী-শিশুসহ হাজার-হাজার মুসলিমকে হত্যার প্রতিবাদে ও বিশ্বব্যাপী হরতালের সমর্থনে নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন এবং ওলামা-মাশায়েখদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পোরশা মিনা বাজার ও বিকালে সারাইগাছী বাজারে পৃথকভাবে দুটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। যোহরের নামাজের পর পোরশা মারকাজ মসজিদের পাশের রাস্তায় সমাবেশে বক্তব্য রাখেন মাও: ফজলুল হক শাহ্, মাও: আব্দুর রহিম শাহ্, মাও: আব্দুল হক শাহ্ ও মডেল মসজিদের ইমাম মাও: আব্দুল আহাদ। অপরদিকে বিকালে সারাইগাছী বাজারে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হুজ্জাতুল্লাহ শেখ, সাধারন সম্পাদক মামুনুর রশিদ, সাবেক সভাপতি মাওলানা ওমর আলী প্রমুখ। সমাবেশে বক্তরা ইসরায়েলী সেনা কতৃক গাজায় নারী-শিশু ও নিরীহ মুসলিমদের নির্মমভাবে হত্যার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহবান জানান। সেই সাথে ইসরায়েলী সকল পণ্য বয়কট এবং মুসলিম বিশ্বসহ সকলকে গাজাবাসীদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
শিরোনাম :
গাজাবাসীদের উপর নির্যাতনের প্রতিবাদে পোরশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-
ডিএম রাশেদ পোরশা প্রতিনিধি (নওগাঁ):
- Update Time : ০৬:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- ৮৮ Time View
Tag :
আলোচিত