Dhaka ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুই কিশোরের সংঘর্ষ একজন নিহত: প্রধান আসামীর থানায় আত্মসমর্পণ

সিরাজগঞ্জে তুচ্ছ ঞটনাকে কেন্ত্র করে দুই কিশোরের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের একজনে নিহতের ঘটনার ৭২ঘন্টার মধ্যে অপর কিশোর থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করেছে। এনিয়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পুলিশ ওই কিশোরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর ওয়াপদা বাঁধ মহল্লায় সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় স্কুল ছাত্র আশিক হোসেনকে (১৫) পিটিয়ে হত্যার ৭২ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করে নিজের দোষ স্বিকার করেছে অভিযুক্ত আসামী রিফাত। নিহত আশিক হোসেনপুর ওয়াপদাপাড়া দুলাল হোসেনের ছেলে এবং স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র এবং  আসামী রিফাত (১৩) একই এলাকার বাসিন্দা ও মালশাপাড়া পৌর কবরস্থানের খাদেম আল আমিনের ছেলে।

জানাগেছে,স্কুল ছাত্র আশিক গত শুক্রবার বিকেলে একই এলাকার আল-আমিনের সেচ পাম্পে গোসল করতে যায়। এ সময় আল-আমিনের ছেলে রিফাত নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আশিকের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার পর রিফাত পলাতক থাকে। পুলিশ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার সকালে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে নিহতের পিতা বাদি হয়ে ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে এঘটনার ৭২ ঘন্টা পর রিফাত (১৩) কিশোর হলেও নিজের ভুল বুঝতে পেরে তার স্বজনদের সাথে নিয়ে সিরাজগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কক্ষে গিয়ে নিজেকে দোষি স্বীকার করে। এসময় স্থানীয় রাজনৈতিক নেতা কর্মি ও গণমাধ্যকর্মিরাও উপস্থিত ছিলেন।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান,আসামী রিফাতকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

গোপালগঞ্জে কারফিউ চলবে

সিরাজগঞ্জে দুই কিশোরের সংঘর্ষ একজন নিহত: প্রধান আসামীর থানায় আত্মসমর্পণ

জন দেখেছেন : ০৫:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জে তুচ্ছ ঞটনাকে কেন্ত্র করে দুই কিশোরের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের একজনে নিহতের ঘটনার ৭২ঘন্টার মধ্যে অপর কিশোর থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করেছে। এনিয়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পুলিশ ওই কিশোরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর ওয়াপদা বাঁধ মহল্লায় সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় স্কুল ছাত্র আশিক হোসেনকে (১৫) পিটিয়ে হত্যার ৭২ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করে নিজের দোষ স্বিকার করেছে অভিযুক্ত আসামী রিফাত। নিহত আশিক হোসেনপুর ওয়াপদাপাড়া দুলাল হোসেনের ছেলে এবং স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র এবং  আসামী রিফাত (১৩) একই এলাকার বাসিন্দা ও মালশাপাড়া পৌর কবরস্থানের খাদেম আল আমিনের ছেলে।

জানাগেছে,স্কুল ছাত্র আশিক গত শুক্রবার বিকেলে একই এলাকার আল-আমিনের সেচ পাম্পে গোসল করতে যায়। এ সময় আল-আমিনের ছেলে রিফাত নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আশিকের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার পর রিফাত পলাতক থাকে। পুলিশ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার সকালে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে নিহতের পিতা বাদি হয়ে ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে এঘটনার ৭২ ঘন্টা পর রিফাত (১৩) কিশোর হলেও নিজের ভুল বুঝতে পেরে তার স্বজনদের সাথে নিয়ে সিরাজগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কক্ষে গিয়ে নিজেকে দোষি স্বীকার করে। এসময় স্থানীয় রাজনৈতিক নেতা কর্মি ও গণমাধ্যকর্মিরাও উপস্থিত ছিলেন।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান,আসামী রিফাতকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।