গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. সোহান ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সামিউল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. রুম্মান সরকার ফেরদৌস, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার আমীর মো. শহিদুল ইসলাম মন্জু, পৌর আমীর মো
একরামুল হক বাবলু।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ বিষয়ক সম্পাদক মো. ফাহিম মন্ডল ও জেলা স্কুল সম্পাদক মো. সাগর মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে পৌরসভা ও উপজেলার ১৫০ জন কর্মী ও সাথী উপস্থিত ছিলেন।