Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বীনামুল্যে আউশের ধান বীজ,পাটবীজ ও সার বিতারণ উদ্ভোধণ

কৃর্ষি সম্প্রসারন অধিদপ্তর সুন্দরগঞ্জ কতৃক চলতি আউশ মৌসমে উপজেলার ২ হাজার১শ৭৫জন কৃষকের মাঝে বীনা মুল্যে জনপ্রতি ৫ কেজি করে ধানবীজ,১০ ডিএপি,১০কেজি এমওপি সার বিতারন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা কৃর্ষিপ্রশিক্ষন হলরুমে বীনামুল্যে সার-বীজ বিতারনে উদ্বোধন পূর্ব এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

সহকারী কৃর্ষি সম্প্রসারণ অফিসার মোঃসাদেক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,উপজেলা কৃর্ষি অফিসার কৃর্ষিবীদ রাশিদুল কবীর,উপজেলা কৃর্ষিসম্প্রসারন অফিসার কৃর্ষিবীদ মিজানুর রহমান মিজান, সহকারি কৃর্ষি সম্প্রসারন অফিসার সিবলি সাদিক, এসএপিপিও সাইফুল ইসলাম,সম্ননিত প্রেসক্লাবেব প্রতিনিধি,মোশার্রফ হোসেন বুলু,ওশাহজাহান মিঞা  প্রমূখ।

উল্লেখ্য যে,চলতি২০২৫ সালের আউশ মৌসুমে উপজেলার ১৫ইউনিয়ন ও এক পৌর এলাকার ২হাজার১শ ৭৫ জন উপকার ভূগি কৃর্ষককে জনপ্রতি ৫কেজি ধানবীজ,১০কেজি ড্যাপ ১০ কেজি এমওপি সার,,এছাড়াও ৪শ জন কৃর্ষকের জনপ্রতি ১কেজি করে তোষাপাট বীজ,৫ কেজি ড্যাপ ও ৫ কেজি এমওপি সার বিতারণের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ব্রহ্মপুত্র নদে ‌নি‌খোঁজ জে‌লের মর‌দেহ উদ্ধার

সুন্দরগঞ্জে বীনামুল্যে আউশের ধান বীজ,পাটবীজ ও সার বিতারণ উদ্ভোধণ

Update Time : ০২:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

কৃর্ষি সম্প্রসারন অধিদপ্তর সুন্দরগঞ্জ কতৃক চলতি আউশ মৌসমে উপজেলার ২ হাজার১শ৭৫জন কৃষকের মাঝে বীনা মুল্যে জনপ্রতি ৫ কেজি করে ধানবীজ,১০ ডিএপি,১০কেজি এমওপি সার বিতারন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা কৃর্ষিপ্রশিক্ষন হলরুমে বীনামুল্যে সার-বীজ বিতারনে উদ্বোধন পূর্ব এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

সহকারী কৃর্ষি সম্প্রসারণ অফিসার মোঃসাদেক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,উপজেলা কৃর্ষি অফিসার কৃর্ষিবীদ রাশিদুল কবীর,উপজেলা কৃর্ষিসম্প্রসারন অফিসার কৃর্ষিবীদ মিজানুর রহমান মিজান, সহকারি কৃর্ষি সম্প্রসারন অফিসার সিবলি সাদিক, এসএপিপিও সাইফুল ইসলাম,সম্ননিত প্রেসক্লাবেব প্রতিনিধি,মোশার্রফ হোসেন বুলু,ওশাহজাহান মিঞা  প্রমূখ।

উল্লেখ্য যে,চলতি২০২৫ সালের আউশ মৌসুমে উপজেলার ১৫ইউনিয়ন ও এক পৌর এলাকার ২হাজার১শ ৭৫ জন উপকার ভূগি কৃর্ষককে জনপ্রতি ৫কেজি ধানবীজ,১০কেজি ড্যাপ ১০ কেজি এমওপি সার,,এছাড়াও ৪শ জন কৃর্ষকের জনপ্রতি ১কেজি করে তোষাপাট বীজ,৫ কেজি ড্যাপ ও ৫ কেজি এমওপি সার বিতারণের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস।