পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী বলেছেন, বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দ্রুত বিচার করতে হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদের পরিবারের সদস্যদের ইতিপূর্বেই পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছি। কোম্পানীর পক্ষে যতোটুকু সম্ভব সামনের দিন গুলোতেও তাদের আরো উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা, আইনী সহযোগীতা এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের জোন কার্যালয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সুশীল সমাজ, সাংবাদিকসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বি এম ইউসুফ আলী বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কোম্পানীর বিভিন্ন অফিসারদের পরিবার বর্গ ও আত্মীয়-স্বজনের মধ্যে যারা শহীদ, পঙ্গুত্ববরণ ও আহত হয়েছেন সেই সমস্ত পরিবারের পাশেও আমরা দাড়াবো।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান, আল বারাকাহ্ ইসলামী একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, আল বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ।
অনুষ্ঠানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়।