ভোলার মনপুরায় ছাত্রদল নেতা রাসেদ হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে ঢাকা থেকে আটক করে পুলিশ। বুধবার সকালে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
তিনি জানান, মনপুরা থানার ওসি আহসান কবিরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকার গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামীসহ ৩ জনকে আটক করে। আটককৃতদের মনপুরা নিয়ে আসা হচ্ছে। পরে আদালতে সোর্পদ করা হবে। আটককৃতরা হলেন প্রধান আসামী গিয়াস উদ্দিন মিঝি ও মোঃ হালিম মিঝি, মোঃ করিম মিঝি। এর আগে ১৯ মার্চ ঘটনার রাত পুলিশ ৪ আসামী রহিম মিঝি, জসিম উদ্দিন মিঝি, আল মামুন ও আল আমিনকে আটক করে। এই নিয়ে মামলার ১৭ আসামীদের মধ্যে ৭ আসামীকে আটক করেছে পুলিশ। অপর ১০ আসামী এখনো পলাতক রয়েছে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, ঢাকার গুলশানে অভিযান পরিচালনা করে মামালার প্রধান আসামীসহ ৩ আসামীকে আটক করা হয়। পলাতক অপর আসামীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়ীবাঁধের কাজকে কেন্দ্র করে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুর উদ্দিন মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেদ সহ কয়েকজন গুরুত্বর আহত হয়। পরে গুরুত্বর আহত রাসেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ছাত্রদল নেতার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত রাসেদের ভাই ২০ মার্চ ১৭ জনসহ অজ্ঞাত আরো ৭ জনকে আসামী করে মনপুরা থানায় হত্যা মামলা করেন।