মাগুরায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাগুরা সদর উপজেলার কৃষি অফিস থেকে আউশ ধান ও পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হয় । ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও পাট বীজ সহ সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ৯ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে সামনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, সদর উপজেলায় ১২৬০ জন কৃষককে ৫ কেজি আউশ ধান বীজ, ১৬৮০ জন কৃষককে ১ কেজি পাটের বীজ, প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এবং পাটের বীজ জন্য বিনামূল্যে সার বিতরণ করেন, ৫ কেজি ডিএপি সার, এমওপি সার ৫ কেজি।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির বলেন, মোট ২৯,৪০ জন কৃষকদের মাঝে বিনামূল্যের আউশ ধান ও পাটের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও স্যার বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় উপজেলার কৃষকরা এ ধরনের ফসল উৎপাদনে আরও উদ্বুদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।