মাগুরা সদর উপজেলার পারলা এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশকিছু দেশী বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং মাদক সহ মোঃ ফরিদ হাসান খান সহ তার ৮ জন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী।
৯ এপ্রিল রাত ১২ টার দিকে গোয়েম্দা তথ্যের ভিতিতে যৌথ বাহিনী জানতে পারে মাগুরার পারলা এলাকায় সন্ত্রাসী ফরিদ হাসান খান অস্ত্র সহ সহোযোগীদের নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে ১৪ বীর কর্তৃক উক্ত এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিএ ১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্প এবং বিএ ১১২৯৯ ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহন করে। এছাড়াও উক্ত অভিযানে বিএ-১১৯৬৪ লেঃ ফাহাদ আনোয়ার তকি ও বিএ-১২৩৪৯ লেঃ মোঃ শাহরিয়ার হোসেন হিমেল অংশগ্রহণ করে।
বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা নেতৃত্বে সেনা বাহিনীর একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করা কালে ফরিদ হাসান খান (৫৬),
মোঃ সোহেল রেজা (৩৮), মোঃ নূহুদারুল হুদা (৫৯, মোঃ ইলিয়াছ খান (৩৩), মোঃ আইনূল হোসাইন (৪৪),পিতাঃ আঃ রউফ মোল্ল্যা,,জেলাঃ মাগুরা, মোঃ আব্দুল জলিল জুয়েল (৩৫),
মোঃ শাহিন শেখ (২৮), সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮), কাজী আরিফুল হক পাভেল (৪৫) দের কে আটক করে। আটক কালে তাদের নিকট থেকে চাইনিজ পিস্তল- ১ টি,ম্যাগাজিন – ১ টি,ওয়ান শুটার গান- ২ টি,ওয়ান শুটার গান এ্যামুঃ – ৪ টি,এয়ার গান- ১ টি,এয়ার গান গুলি ২৬৪ রাউন্ড, .২২ টিকে গুলি, ৭ রাউন্ড, পিস্তলের গুলি, ১ রাউন্ড, চাইনিজ কুড়াল ২ টি,চাপাতি ৬ টি, মদ ২ বোতল,নগদ অর্থ – ১,৪৫,০০০ মোবাইল – ১১ টি অস্ত্র সহ টাকা ও মোবাইল জব্দ করা হয় বলে জানান হয়।
বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা জানান, ফরিদ হাসান খান বর্তমানে মাগুরা সদর এলাকা সহ আশপাশে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল বলে নানান মহল থেকে অভিযোগ আসে। তিনি আরো বলেন, সেনাবাহিনী বাংলাদেশের জনগনের জান মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে সেনা বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।