টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে সিয়াম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ৯ এপ্রিল (বুধবার) দুপুরে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে। সিয়ামের বাবা আমিনুর ইসলাম দীর্ঘ দিন যাবত সৌদি প্রবাসী। সে তার মা এবং ছোট বোন নিয়ে বাড়িতে থাকতো। এবছর সে মির্জাপুর বংশাই স্কুল এন্ড কলেজ থেকে মানবিক শাখার পরীক্ষার্থী ছিল। কাল থেকে পরীক্ষা শুরু।
পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো সকালে বাজার নিয়ে বাড়িতে এসে ছোট বোনের সাথে খাওয়া দাওয়া করে। দুপুরে সিয়ামের মা ও বোন পাশের বাড়ি বেড়াতে গেলে এই ফাঁকে সে তার নিজ পড়ার কক্ষে ভিতর থেকে দরজা বন্ধ করে এক টুকরো কাপড়ের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়িতে এসে মায়ের ডাকাডাকিতে কোন সাড়া না পাওয়ায় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় সিয়ামের লাশ উদ্ধার করেন। লোকজনের সহায়তায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিয়ামের আত্মহত্যার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তার এক বন্ধুর দেওয়া তথ্য মতে প্রেম জনিত কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এই রিপোর্ট লেখাকালীন সময়ে মির্জাপুর থানা পুলিশ লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন।