বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া সফররত রাশিয়ান শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও তার নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন।রাশিয়ান সেনা শহীদদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের গভীর শ্রদ্ধা
অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়। অতপর, মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪ তম Preobrazhensky Independent Commandant‘s Regiment এর সম্মানসূচক চৌকস কুচকাওয়াজের মাধ্যমে সমাপ্ত হয়।