শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার জানিয়েছেন, চলতি এসএসসি ও সমমান পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হবে বলে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় শিক্ষা উপদেষ্টা আরও বলেন, প্রশ্নফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা হচ্ছে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারা যেন কোনো গুজবে মনোযোগ না দেয়।
এর আগে সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। শেষ হবে দুপুর ১টায়।
এ বছর এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষা চলার সময় ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।
এ ছাড়া ঢাকায় পরীক্ষা হলের ২০০ গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া কেউ যেন ঢুকতে না পারে সে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।