Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো

পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছেন, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করে দাউদ বলেন, টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের ওপর আমাদের গুরুত্বারোপ করতে হবে। আমরা এমন দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোযোগ দিতে চাই, যা আমাদের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।

তিনি আরও বলেন, বিডা সামিটে এক মানবিক ছোঁয়া ছিল এটি আন্তরিক, স্বাগতপূর্ণ এবং লক্ষ্যনির্ভর মনে হয়েছে। এক ছাদের নিচে এত শীর্ষস্থানীয় কোম্পানিকে দেখে আমি অভিভূত।

সাক্ষাৎকালে এনগ্রো সিইও বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং কোম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছার কথা জানান।

বাংলাদেশের বিভিন্ন খাতে এনগ্রোর সহযোগিতার সুযোগ রয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমি আপনাকে আবার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ অনেক কিছু দিতে পারে শুধু বিনিয়োগকারীদেরই নয়, পুরো বিশ্বকে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কে সিসির উদ্যোগে মৃত মুসলিম মানুষের গোসলের জন্য স্থয়ীভাবে আধুনিক স্থান নির্ধারণ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো

Update Time : ১১:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছেন, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করে দাউদ বলেন, টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের ওপর আমাদের গুরুত্বারোপ করতে হবে। আমরা এমন দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোযোগ দিতে চাই, যা আমাদের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।

তিনি আরও বলেন, বিডা সামিটে এক মানবিক ছোঁয়া ছিল এটি আন্তরিক, স্বাগতপূর্ণ এবং লক্ষ্যনির্ভর মনে হয়েছে। এক ছাদের নিচে এত শীর্ষস্থানীয় কোম্পানিকে দেখে আমি অভিভূত।

সাক্ষাৎকালে এনগ্রো সিইও বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং কোম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছার কথা জানান।

বাংলাদেশের বিভিন্ন খাতে এনগ্রোর সহযোগিতার সুযোগ রয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমি আপনাকে আবার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ অনেক কিছু দিতে পারে শুধু বিনিয়োগকারীদেরই নয়, পুরো বিশ্বকে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।