মাগুরার বহুল আলোচিত ২০১৫ সালের ২১শে মার্চের পেট্রোল বোমা হামলায় ৬ ট্রাক শ্রমিক হত্যা মামলায় আদালতে হাজিরা দিলেন বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বুধবার সকালে মাগুরা জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ হুমায়ুন কবির এর চেম্বারে হাজির হয়ে ৩৪২ ধারায় আসামি শানাক্তকরণ ও আর্গুমেন্ট এর দিন প্রার্থনা করেন আইনজীবীরা ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হক সহ কেন্দ্রীয়ও স্থানীয় নেতৃবৃন্দ আদালতে হাজির হন। ওই বোমা হামলায় নিহতদের সকলকে বিএনপি’র কর্মী দাবি করে এ ঘটনাটিকে সম্পূর্ণ সাজানো নাটক হিসেবে নিজেদের নির্দোষ দাবি করেন সংশ্লিষ্টরা ।