সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারে জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে ২৭ হাজার ৫৯৩ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৫৮২ জন পরীক্ষার্থী। আজ এ জেলায় অনুষ্ঠিত পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসন অফিসের দেওয়া তথ্যমতে এবারে জেলার ৬৬ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন ২৭ হাজার ৫শ ৯৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসির ৩৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ২০ হাজার ৩১৬ জন এর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৮৬ জন, দাখিলের ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৫ হাজার ৩শ ৬১ জন এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩২৬ জন এবং ভোকেশনালের ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৯শ ১৬ জন এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭০ জন পরীক্ষার্থী।
মান্দা এসসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুজ্জামান বলেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্রে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজ কেন্দ্রে কোন প্রকার অনিয়ম হয়নি। আশা করি এমন সুষ্ঠ, সুন্দর উৎসবমূখর ও শান্তিপূর্ন পরিবেশে বাকী পরীক্ষা গুলোও অনুষ্ঠিত হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদৎ হোসেন বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কক্ষে কোন প্রকারের অনিয়ম হয়নি। আমি আশা করি বাকী পরীক্ষা গুলোও এমন সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে শেষ হবে।