Dhaka ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর নিয়ামতপুরে শিশু গাছ কাটাকে কেন্দ্র করে হামলায় নিহত ২, আহত ১০, গ্রেফতার ১০

নওগাঁর নিয়ামতপুরে শিশু গাছ কাটার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় ও দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৮/১০ জন। দুজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার চন্দননগর ইউপি’র বুধুরিয়া ডাংগাপাড়ায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতরা হলেন,  বুধুরিয়া ডাংগাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৫২) ও অসির দফাদারের ছেলে আজিজুল ইসলাম (৫০)। দুজনের অবস্থা আশংকাজনক। তারা হলেন আবদুস ছাত্তারের ছেলে রবিউল ইসলাম ও অসির দফাদারের ছেলে একরামুল হক। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ডাংগাপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও মৃত বেলাল হোসেনের ছেলে কালামসহ ১০জনকে গ্রেফতার করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চন্দননগর ইউপি’র বুধুরিয়া ডাংগাপাড়া গ্রামে জমিতে শিশু গাছ কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ডাংগাপাড়া গ্রামের আফসার আলী ১০ বছর পূর্বে অমীমাংসিত জমিতে শিশু গাছ লাগায়। কিন্তু ঐ জমি একই গ্রামের লালচাঁন দাবী করে। গত বুধবার   রাতে আফসার আলীর ছেলে শরিফুল ইসলাম গাছটি কাটেন। আজ বৃহস্পতিবার সকালে লালচান গাছ কাটা দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে যান। এ সময় শরিফুল ওই রাস্তা দিয়ে যাওয়া দেখে লালচান ও তার পক্ষের কিছু লোক শরিফুল ইসলামকে একাকী পেয়ে চরম ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারপিট শুরু করেন। এক পর্যায়ে শরিফুল ইসলামকে বাঁচাতে তার আত্মীয় স্বজন এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং আজিজুল চিকৎসার জন্য রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনাস্থলে পরিস্থিত শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে।  ঘটনায় পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে। নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে শিশু গাছ কাটাকে কেন্দ্র করে হামলায় নিহত ২, আহত ১০, গ্রেফতার ১০

Update Time : ০৯:৩৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে শিশু গাছ কাটার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় ও দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৮/১০ জন। দুজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার চন্দননগর ইউপি’র বুধুরিয়া ডাংগাপাড়ায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতরা হলেন,  বুধুরিয়া ডাংগাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৫২) ও অসির দফাদারের ছেলে আজিজুল ইসলাম (৫০)। দুজনের অবস্থা আশংকাজনক। তারা হলেন আবদুস ছাত্তারের ছেলে রবিউল ইসলাম ও অসির দফাদারের ছেলে একরামুল হক। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ডাংগাপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও মৃত বেলাল হোসেনের ছেলে কালামসহ ১০জনকে গ্রেফতার করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চন্দননগর ইউপি’র বুধুরিয়া ডাংগাপাড়া গ্রামে জমিতে শিশু গাছ কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ডাংগাপাড়া গ্রামের আফসার আলী ১০ বছর পূর্বে অমীমাংসিত জমিতে শিশু গাছ লাগায়। কিন্তু ঐ জমি একই গ্রামের লালচাঁন দাবী করে। গত বুধবার   রাতে আফসার আলীর ছেলে শরিফুল ইসলাম গাছটি কাটেন। আজ বৃহস্পতিবার সকালে লালচান গাছ কাটা দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে যান। এ সময় শরিফুল ওই রাস্তা দিয়ে যাওয়া দেখে লালচান ও তার পক্ষের কিছু লোক শরিফুল ইসলামকে একাকী পেয়ে চরম ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারপিট শুরু করেন। এক পর্যায়ে শরিফুল ইসলামকে বাঁচাতে তার আত্মীয় স্বজন এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং আজিজুল চিকৎসার জন্য রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনাস্থলে পরিস্থিত শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে।  ঘটনায় পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে। নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।