Dhaka ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছে নিউইয়র্কের হাডসন নদীতে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন স্পেনের পর্যটক এবং একজন পাইলট। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তা আগে তাদের পরিবারের সদস্যদের জানানো হবে।

একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি উল্টো হয়ে আকাশ থেকে নদীতে আছড়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছ থেকে মোড় নেয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী নৌবাহিনী। ফায়ার কমিশনার রবার্ট টাকার জানান, চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ঘটনাস্থলটি ছিল ম্যানহাটনের ‘ওয়েস্ট ভিলেজ’ এলাকায়, যা নিউইয়র্ক ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের নিকটে। নদীর ওপর প্রায় এক ডজন নৌকা উদ্ধার অভিযানে অংশ নেয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল দুটি ব্লেডযুক্ত বেল ২০৬ মডেলের। যা সাধারণত পর্যটন, সংবাদ কভারেজ ও পুলিশি কাজে ব্যবহৃত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এটি নিউইয়র্কে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হেলিকপ্টার দুর্ঘটনা। ২০১৮ এবং ২০০৯ সালেও এমন দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সে সময় যথাক্রমে পাঁচ ও নয়জন নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ব্রহ্মপুত্র নদে ‌নি‌খোঁজ জে‌লের মর‌দেহ উদ্ধার

নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

Update Time : ০৯:১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছে নিউইয়র্কের হাডসন নদীতে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন স্পেনের পর্যটক এবং একজন পাইলট। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তা আগে তাদের পরিবারের সদস্যদের জানানো হবে।

একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি উল্টো হয়ে আকাশ থেকে নদীতে আছড়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছ থেকে মোড় নেয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী নৌবাহিনী। ফায়ার কমিশনার রবার্ট টাকার জানান, চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ঘটনাস্থলটি ছিল ম্যানহাটনের ‘ওয়েস্ট ভিলেজ’ এলাকায়, যা নিউইয়র্ক ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের নিকটে। নদীর ওপর প্রায় এক ডজন নৌকা উদ্ধার অভিযানে অংশ নেয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল দুটি ব্লেডযুক্ত বেল ২০৬ মডেলের। যা সাধারণত পর্যটন, সংবাদ কভারেজ ও পুলিশি কাজে ব্যবহৃত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এটি নিউইয়র্কে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হেলিকপ্টার দুর্ঘটনা। ২০১৮ এবং ২০০৯ সালেও এমন দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সে সময় যথাক্রমে পাঁচ ও নয়জন নিহত হন।