অসহায় ফিলিস্তিনিদের প্রতি সন্ত্রাসীগোষ্ঠি ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ,নারী,শিশুসহ গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ জামঈয়তে আহলে হাদীস ও জামঈয়তে শুব্বানে আহলে হাদীসের উদ্যোগে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এমানববন্ধন পালিত হয়।
এসময় সংগঠনের নেতাকর্মিরা স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠায় বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলোকে এক হতে আহবানসহ আমেরিকার বাঁধা এবং দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানান। একই সাথে আমেরিকার অর্থমন্ত্রীর আগ্রাসী বক্তব্যর জন্য তাকে আইনের আওতায় এসে শাস্তির দাবি জানান। এসময় মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে বিভিন্ন শ্রেনী পেশারি মানুষ অংশ নেয়।