Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হতে যাচ্ছেন মঞ্জু এমন গুজন সর্বত্র

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন কেসিসি)’র মেয়র হতে যাচ্ছেন এমন গুঞ্জন সর্বত্র শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এ নিয়ে পোষ্ট করছেন। ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন কেসিসি)’র নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে মেয়র পদে অংশ নেন নজরুল ইসলাম মঞ্জু। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তালুকদার আব্দুল খালেক। নির্বাচনের দিন ভোট শুরু হওয়ার পরপরই সকল ভোট কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগের নেতাকর্মিরা। এরপর জালভোট ও নিজেরাই ব্যালটে সিল দিতে থাকেন। সাধারণ ভোটরদের কেন্দ্রে প্রবেশে বাধাঁসহ ব্যাপক কারচুপির অভিযোগ এনে দুপুরের আগেই বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোট বর্জনের ঘোষণা দেন। ওই ভোটের বিষয়ে তিনি খুলনার যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করেন (যার নং- নির্বাচন ১/২০১৮)।
মামলায় বিবাদী করা হয়, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিজানুর রহমান বাবু, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ মুজাম্মিল হককে।
এদিকে ওই মামলার বিবাদীগনকে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে কয়েকদফা সমন প্রেরণ করা হলেও তারা হাজির হননি। অত:পর আদালত গত ৮ এপ্রিল পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিবাদীদের বিরুদ্ধে বিকল্প পদ্ধতিতে সমন জারি করেন। আগামী ২৪ এপ্রিল বিবাদীদের স্বশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জবাব প্রদানের নির্দেশ দেয়া হয়। ওই সমনে বিজ্ঞ আদালত স্পষ্ট করে বলেছেন যে, নির্ধারিত তারিখে হাজির হয়ে জবাব প্রদানে ব্যার্থ হলে বিবাদীদের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহন করা হইবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

গোপালগঞ্জে কারফিউ চলবে

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হতে যাচ্ছেন মঞ্জু এমন গুজন সর্বত্র

জন দেখেছেন : ০৯:০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন কেসিসি)’র মেয়র হতে যাচ্ছেন এমন গুঞ্জন সর্বত্র শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এ নিয়ে পোষ্ট করছেন। ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন কেসিসি)’র নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে মেয়র পদে অংশ নেন নজরুল ইসলাম মঞ্জু। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তালুকদার আব্দুল খালেক। নির্বাচনের দিন ভোট শুরু হওয়ার পরপরই সকল ভোট কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগের নেতাকর্মিরা। এরপর জালভোট ও নিজেরাই ব্যালটে সিল দিতে থাকেন। সাধারণ ভোটরদের কেন্দ্রে প্রবেশে বাধাঁসহ ব্যাপক কারচুপির অভিযোগ এনে দুপুরের আগেই বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোট বর্জনের ঘোষণা দেন। ওই ভোটের বিষয়ে তিনি খুলনার যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করেন (যার নং- নির্বাচন ১/২০১৮)।
মামলায় বিবাদী করা হয়, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিজানুর রহমান বাবু, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ মুজাম্মিল হককে।
এদিকে ওই মামলার বিবাদীগনকে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে কয়েকদফা সমন প্রেরণ করা হলেও তারা হাজির হননি। অত:পর আদালত গত ৮ এপ্রিল পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিবাদীদের বিরুদ্ধে বিকল্প পদ্ধতিতে সমন জারি করেন। আগামী ২৪ এপ্রিল বিবাদীদের স্বশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জবাব প্রদানের নির্দেশ দেয়া হয়। ওই সমনে বিজ্ঞ আদালত স্পষ্ট করে বলেছেন যে, নির্ধারিত তারিখে হাজির হয়ে জবাব প্রদানে ব্যার্থ হলে বিবাদীদের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহন করা হইবে।