বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ডেরাহার উচ্চ বিদ্যালয়ে নতুন একটি শাখা পোস্ট অফিসের উদ্বোধন করা হয়েছে।
রোবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বগুড়ার পশ্চিম উপ-বিভাগের পোষ্ট অফিস পরির্দশক মুনজুরুল ইসলাম ফিতা কেটে এবং দোয়ার মাধ্যমে অফিসটির উদ্বোধর করেন।
এসময় নন্দীগ্রাম উপজেলা পোস্ট মাস্টার ই.এ.এম রায়হান-উল হক, ডেরাহার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মামুনুর রশিদ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
ডাক বিভাগের কর্মকর্তারা জানান, এই শাখা পোস্ট অফিস চালুর মাধ্যমে স্থানীয়দের চিঠি আদান-প্রদান, অর্থ প্রেরণ ও পার্সেল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ সেবা সহজে পাওয়া যাবে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, আগে আমাদের অন্তত ৪-৫ কিলোমিটার দূরে নন্দীগ্রাম পোস্ট অফিসে যেতে হতো, এখন তা হাতের নাগালে চলে এসেছে। এতে করে সময় ও ভোগান্তি দুটোই কমবে।
উল্লেখ্য, এই উপজেলায় মোট ১৫টি পোস্ট অফিস ছিল। নতুন করে আরও একটি উদ্বোধন হলো।