এখন পর্যন্ত যেসব বিদেশি মুসল্লি চলতি বছর পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল এবং সৌদি আরব ছাড়ার শেষ সময় আগামী ২৯ এপ্রিল।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান কোম্পানি হজ ও ওমরাহ পালনকারীদের অতিরিক্ত সময়ের জন্য সৌদি আরবে অবস্থান নিশ্চিত করার পরও যথাযথ কর্তৃপক্ষকে প্রতিবেদন না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হবে। এই জরিমানা এক লাখ সৌদি রিয়াল (২৬ হাজার ৬০০ ডলার) পর্যন্ত হতে পারে।
সৌদি আরব কর্তৃপক্ষ সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার এবং এ ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করার নিয়ম-কানুন পুরোপুরি অনুসরণ করার আহ্বান জানিয়েছে।