টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন। রোববার রাতে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৫ মামলায় মাটি লুটেরাদের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। সাথে ছিলেন সেনা ক্যাম্পের সদস্য এবং মির্জাপুর থানা পুলিশ। এর আগে টানা তিন দিন অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মাটি বোঝাই ৩০টি ড্রাম ট্রাক আটক করেন।
জানা গেছে গত ডিসেম্বর থেকে এবছর ১১ এপ্রিল পর্যন্ত বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি লুটেরাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ৩৪টি অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটি লুটেরাদের বিরুদ্ধে করা ৫৭টি মামলায় ৫৯ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। শুস্ক মৌসুমের শুরুতে মাটি লুটেরাদের বিরুদ্ধে প্রশাসন শক্ত ভূমিকায় থাকলেও মাঝে অনেকটা ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যায়। সেই সুযোগে মাটি খেকোরা উপজেলার পাহাড়, নদী, তিন ফসলি জমির মাটি কেটে সাবাড় করে ফেলে। মৌসুমের শেষ দিকে প্রশাসনের এই শক্ত ভূমিকা জনমনে স্বস্তি ফিরে এসেছে। কেউ কেউ বলছেন শুরু থেকে শেষ অব্দি একই ভূমিকা থাকলে মাটি লুটেরারা এক চিমটি মাটি কাটার সাহস পেত না। উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা শুরু থেকে শেষ অব্দি একইভাবে অভিযান পরিচালনা করে আসছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।