আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ আজ সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, একুশে টেলিভিশন বাংলাদেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে প্রথম অগ্রযাত্রা শুরু করে। একুশে টেলিভিশনের পথ ধরেই পরবর্তীতে অন্যান্য টেলিভিশন চ্যানেল তাদের কর্যক্রম শুরু করে। চ্যানেলটি অনেক সংগ্রাম, ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে আজকের এই অবস্থানে পৌঁছেছে। তিনি বলেন একুশে টেলিভিশন সত্যের সন্ধানে এগিয়ে যাক। সততার সাথে পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তিতে পুলিশ কমিশনার সকল কলাকুশলী, পাঠক এবং শুভান্যুধায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার এবং রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি এম মোশাররফ হোসেন-সহ একুশে টেলিভিশনের খুলনাস্থ কলাকুশলী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।