Dhaka ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহু ইসরায়েলের শত্রু: সাবেক সেনাপ্রধান

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানসহ কয়েক হাজার সাবেক ও বর্তমান সেনা ইসরায়েল সরকারকে চিঠি দিয়েছে।ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইসরায়েলেও ক্ষোভ বাড়ছে। এবার নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালৎজ।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর বরাত দিয়ে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) এক সাক্ষাতকারে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান ড্যান হালুৎজ বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের শত্রু। তিনি এই দেশের নিরাপত্তার জন্য তিনি ‘সরাসরি হুমকি।

ইসরায়েলি চ্যানেল ১২-কে তিনি আরও বলেন,শত্রুকে দমন করা বা কারারুদ্ধ করা উচিত, তবে হত্যা করা উচিত নয়।

নেতানিয়াহুর লিকুদ পার্টি হালুৎজের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। দলটি বলেছে, ‘গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উসকানি এই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থিদের উৎসাহিত করবে।

দলটি আরও বলেছে,আইডিএফের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হালুৎজ প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দি করা উচিত। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়।

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং ফিলিস্তিনের ছিটমহলে যুদ্ধ বন্ধের দাবিতে সাবেক ও বর্তমান সেনাদের জোরালো আহ্বানের মধ্যে হালুৎজের এই মন্তব্য এল।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে ভয়াবহ হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

সলঙ্গায় কাজের গৃহ পরিচারিকা কে ধর্ষণের অভিযোগে পিতা পুত্র আটক

নেতানিয়াহু ইসরায়েলের শত্রু: সাবেক সেনাপ্রধান

Update Time : ১২:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানসহ কয়েক হাজার সাবেক ও বর্তমান সেনা ইসরায়েল সরকারকে চিঠি দিয়েছে।ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইসরায়েলেও ক্ষোভ বাড়ছে। এবার নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালৎজ।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর বরাত দিয়ে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) এক সাক্ষাতকারে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান ড্যান হালুৎজ বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের শত্রু। তিনি এই দেশের নিরাপত্তার জন্য তিনি ‘সরাসরি হুমকি।

ইসরায়েলি চ্যানেল ১২-কে তিনি আরও বলেন,শত্রুকে দমন করা বা কারারুদ্ধ করা উচিত, তবে হত্যা করা উচিত নয়।

নেতানিয়াহুর লিকুদ পার্টি হালুৎজের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। দলটি বলেছে, ‘গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উসকানি এই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থিদের উৎসাহিত করবে।

দলটি আরও বলেছে,আইডিএফের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হালুৎজ প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দি করা উচিত। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়।

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং ফিলিস্তিনের ছিটমহলে যুদ্ধ বন্ধের দাবিতে সাবেক ও বর্তমান সেনাদের জোরালো আহ্বানের মধ্যে হালুৎজের এই মন্তব্য এল।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে ভয়াবহ হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।