বাংলার ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩২উদযাপনে পহেলা বৈশাখ ছিল আনন্দ-উৎসবমূখর দিন।দিন উদযাপনে উপজেলা প্রশাসনের নানাম আয়োজনের মধ্যদিয়ে প্রতিপালিত হয়।এসবের মধ্যে ছিল র্যালি,,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,জাতীয় সংগীত,এসো হে বৈশাখের গান পরিবেশন,বৈশাখী শোভাযাত্রা,ঐতিহ্যবাহী লাঠি খেলা,আলোচনা সভা,পুরস্কার বিতরনি।
সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার,উপজেলার সকল প্রশাসনিক,কর্মকর্তা,জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর,অধ্যাপক মাজেদুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি বাবুল আহমেদ,সেক্রেটারি মাহমুদুল হাসান প্রামানিক,পৌর বিএনপির সভাপতি ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন সহ জামায়াত,বিএনপির সকল স্তরের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।