Dhaka ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে ইন্টারন্যাশনাল সুন্নি সমাবেশ অনুষ্ঠিত

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে নীলফামারীর সৈয়দপুরে এক বিশাল ইন্টারন্যাশনাল সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ ফিলিস্তিনের জন্য হাত তুলে মোনাজাতে অংশ নেন। সোমবার (১৪ এপ্রিল) মাগরিব নামাজর পর থেকে গভীর রাত পর্যন্ত  শহরের বাংলা হাই স্কুল মাঠে ওই সুন্নি সমাবেশে পাকিস্তান, ভারত, দুবাই, লন্ডন, ফ্রান্স, ওমান, নেপালসহ দেশ-বিদেশ থেকে বিভিন্ন আলেম-উলেমারা অংশ নেন। আসরের পর পরই বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠেই ধর্মপ্রাণরা আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।

কনফারেন্সে বিশ্ববিখ্যাত নাতখাঁ, বর্তমান বিশ্বে তুমুল জনপ্রিয় কিউটিভি পাকিস্তানের জনপ্রিয় মুখ হাফিজ তাহির কাদেরী নাত পরিবেশন করে উপস্থিতিদের মনে ফিলিস্তিনের ভালোবাসা জাগিয়ে তোলেন। সম্মেলনটি আয়োজন করে গাউসিয়া ইসলামিক মিশন ও সৈয়দপুরের সর্বস্তরের সুন্নী জনতা।

বিশাল ওই সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন লন্ডন মেঞ্চেস্টারের ওয়ার্ল্ড ইসলামিক মিশনের প্রেসিডেন্ট হযরতুল আল্লামা কামরুজ্জামান আল-আযামী। সমাবেশটি সঞ্চালনা করেন ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহাপরিচালক ও আল কুরআন একাডেমী আমেরিকার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল-বুখারী সাহেব।

এছাড়া ওই সমাবেশে বক্তব্য রাখেন মধ্যপ্রাচ্য ওমান থেকে শাইখ হাইসান কারীম, দুবাই থেকে হাজী রফিক বারকাতী, ফ্রান্স থেকে উমার আল-ফকেহানী, আজমের শরিফ ভারত থেকে শাইক ইমরান বারকাতী, করাচী পাকিস্তান থেকে শাইখ ইয়াসিন বারকাতী ও ড. মুফতি মাযহার ইকবাল শামী, নেপাল থেকে শাইখ নুর মোহাম্মদ মিসবাহীসহ দেশের ও স্থানীয় অন্যান্য উলেমায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব পীর মাশায়েখ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

রাজধানীতে গ্যাস লিকেজের বিস্ফোরণ, মা-বাবা ও তিন সন্তান দগ্ধ

সৈয়দপুরে ইন্টারন্যাশনাল সুন্নি সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ১০:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে নীলফামারীর সৈয়দপুরে এক বিশাল ইন্টারন্যাশনাল সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ ফিলিস্তিনের জন্য হাত তুলে মোনাজাতে অংশ নেন। সোমবার (১৪ এপ্রিল) মাগরিব নামাজর পর থেকে গভীর রাত পর্যন্ত  শহরের বাংলা হাই স্কুল মাঠে ওই সুন্নি সমাবেশে পাকিস্তান, ভারত, দুবাই, লন্ডন, ফ্রান্স, ওমান, নেপালসহ দেশ-বিদেশ থেকে বিভিন্ন আলেম-উলেমারা অংশ নেন। আসরের পর পরই বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠেই ধর্মপ্রাণরা আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।

কনফারেন্সে বিশ্ববিখ্যাত নাতখাঁ, বর্তমান বিশ্বে তুমুল জনপ্রিয় কিউটিভি পাকিস্তানের জনপ্রিয় মুখ হাফিজ তাহির কাদেরী নাত পরিবেশন করে উপস্থিতিদের মনে ফিলিস্তিনের ভালোবাসা জাগিয়ে তোলেন। সম্মেলনটি আয়োজন করে গাউসিয়া ইসলামিক মিশন ও সৈয়দপুরের সর্বস্তরের সুন্নী জনতা।

বিশাল ওই সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন লন্ডন মেঞ্চেস্টারের ওয়ার্ল্ড ইসলামিক মিশনের প্রেসিডেন্ট হযরতুল আল্লামা কামরুজ্জামান আল-আযামী। সমাবেশটি সঞ্চালনা করেন ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহাপরিচালক ও আল কুরআন একাডেমী আমেরিকার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল-বুখারী সাহেব।

এছাড়া ওই সমাবেশে বক্তব্য রাখেন মধ্যপ্রাচ্য ওমান থেকে শাইখ হাইসান কারীম, দুবাই থেকে হাজী রফিক বারকাতী, ফ্রান্স থেকে উমার আল-ফকেহানী, আজমের শরিফ ভারত থেকে শাইক ইমরান বারকাতী, করাচী পাকিস্তান থেকে শাইখ ইয়াসিন বারকাতী ও ড. মুফতি মাযহার ইকবাল শামী, নেপাল থেকে শাইখ নুর মোহাম্মদ মিসবাহীসহ দেশের ও স্থানীয় অন্যান্য উলেমায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব পীর মাশায়েখ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।