Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জাতীয় পার্টির নেতাকর্মীর গণ পদত্যাগ 

কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে  পদত্যাগের ঘোষণা দিয়েছেন।আজ বুধবার ১৬ এপ্রিল বেলা দুইটায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পদধারী ৫০ জন নেতা এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক বলেন, সাংগঠনিক দায়িত্বে থাকা কলীন  ভালো-মন্দ মিলে দীর্ঘ সময় পার করেছি। এসময়, অনেকের জন্য ভালো কিছু করতে পেরেছি, আবার অনেকের খারাপ লেগেছে। এজন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন,  গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কিন্তু বিগত কিছুদিন থেকে লক্ষ্য করছি দলটির সাংগঠনিক ব্যবস্থা এবং জনগণের সাথে সম্পৃক্ততা অনেক কমে গেছে। ফলশ্রুতিতে অন্য কারো কথায় প্ররোচিত না হয়ে আমরা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতৃত্ব পর্যায়ের নেতৃবৃন্দ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পূর্বের সকল পদ পদবী থেকে অব্যাহতির ঘোষণা দিলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ প্রমুখ।
বক্তারা বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করলাম আজ থেকে জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সাথে আমাদের কোন প্রকার সাংগঠনিক সম্পৃক্ততা থাকবে  না। একই সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, আমাদের সাংগঠনিক পরিচয় থাকাকালীন যে সকল দলীয় কর্মসূচি পালন করেছি তার কোন দায়-দায়িত্ব এখন থেকে আর আমাদের উপর বর্তাবে না।#
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

উলিপুরে গভীর রাতে রড ছাড়াই আরসিসি রাস্তা ঢালাই জনরোষে ঠিকাদার ও লেবাররা পালিয়ে যায়

কুড়িগ্রামে জাতীয় পার্টির নেতাকর্মীর গণ পদত্যাগ 

জন দেখেছেন : ০৬:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে  পদত্যাগের ঘোষণা দিয়েছেন।আজ বুধবার ১৬ এপ্রিল বেলা দুইটায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পদধারী ৫০ জন নেতা এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক বলেন, সাংগঠনিক দায়িত্বে থাকা কলীন  ভালো-মন্দ মিলে দীর্ঘ সময় পার করেছি। এসময়, অনেকের জন্য ভালো কিছু করতে পেরেছি, আবার অনেকের খারাপ লেগেছে। এজন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন,  গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কিন্তু বিগত কিছুদিন থেকে লক্ষ্য করছি দলটির সাংগঠনিক ব্যবস্থা এবং জনগণের সাথে সম্পৃক্ততা অনেক কমে গেছে। ফলশ্রুতিতে অন্য কারো কথায় প্ররোচিত না হয়ে আমরা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতৃত্ব পর্যায়ের নেতৃবৃন্দ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পূর্বের সকল পদ পদবী থেকে অব্যাহতির ঘোষণা দিলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ প্রমুখ।
বক্তারা বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করলাম আজ থেকে জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সাথে আমাদের কোন প্রকার সাংগঠনিক সম্পৃক্ততা থাকবে  না। একই সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, আমাদের সাংগঠনিক পরিচয় থাকাকালীন যে সকল দলীয় কর্মসূচি পালন করেছি তার কোন দায়-দায়িত্ব এখন থেকে আর আমাদের উপর বর্তাবে না।#