খুলনার নতুন শিল্পাঞ্চল বলে খ্যাত লবণচরায় এলাকায় বসবাসকারী স্থানীয় সাংবাদিকদের নিয়ে গঠিত লবণ চাষ সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা সংগঠনের অস্থায়ী অফিসে অনুষ্ঠিত হয়।
সাংগঠনের সভাপতি আনিছুর রহমান কবির এর সভাপতিত্বে ও সম্পাদক শিশির রঞ্জন মল্লিকের সঞ্চালনায় সংগঠনের ৩৯ জন সাংবাদিকের মধ্য থেকে ৩৬ জন সাংবাদিকদের উপস্থিতিত ছিলেন।
সাংগঠনটিকে আরো গতিশীল ও বেগবান করতে সভাপতির সিদ্ধান্তক্রমে গণতান্ত্রিক পন্থা প্রতিষ্ঠার লক্ষ্যে খুব শীঘ্রই ওপেন নির্বাচন আহ্বান করা হবে বলে সিদ্ধান্ত দিতে হয়। এছাড়া লবণচরা প্রেসক্লাবের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে লবণচরা সাংবাদিক ফোরাম ও লবণচড়া প্রেসক্লাবের নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত দিতে হয়।
দীর্ঘদিন যত্রতত্রভাবে সংগঠনের নাম ব্যবহার করা হল আগামীতে লবণচরা সাংবাদিক ফোরাম ও লাবনচরা প্রেসক্লাবের সদস্য হতে হলে, লবনচরা এলাকায় স্থানীয় বাসিন্দা,ভাড়াটিয়া হিসাবে অথবা তার নিজস্ব জমি থাকতে হবে।
এবং সাংবাদিকদেরকর্মরত নিবন্ধিত মিডিয়ায় নিজ নামের সংবাদ প্রকাশিত হতে হবে। এবং প্রতি দুই বছর অন্তর নির্বাচনের মাধ্যমেই পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সংগঠনকে গতিশীল ও বেগবান করতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে হলে অবশ্যই স্যাটেলাইট টেলিভিশন, সরকার নিবন্ধিত পত্রিকার সম্পাদক, প্রকাশক অথবা দেশের প্রথম সারির পত্রিকায় এবং অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিক হতে হবে। অন্য সকল পদে যে কেউ নির্বাচন করতে পারবেন।
সকল সিদ্ধান্ত গুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শরীফ আহমেদ মোল্লা, কাজী মিজানুর রহমান, রাকিব হাসান, আলমগীর হোসেন, মোসলেউদ্দিন তুহিন, মোঃ ইলিয়াস হোসেন হাওলাদার, মোঃ শামীম হোসেন, গোলাম রসুল বাদশা, ওবায়দুল হক তালুকদার, কাজী আতিকুল্লাহ, মোহাম্মদ হেলাল, মো: নাসির হোসেন, মো: বাদশা, মোঃ খলিলুর রহমান, মোহাম্মদ সিয়াম, গাজী যুবায়ের আলম, আসাদুল্লাহ ডাবলু, মো: বাবুল সানা, উত্তম কুমার চক্রবর্তী, অরুপ জোয়ারদার, জাফর ইকবাল অপু, সাইফুল মল্লিক বাবুল,মোহাম্মদ তৌফিক, আলমাস হোসেন, মোঃ সুমন, আলমগীর হোসেন, মীর ফারুক হোসেন, মোঃ সবুজ হাওলাদার, শিমুল মোল্লা, মো: হাফিজুর রহমান, মোঃ সুমন মল্লিক, মো: জাহাঙ্গীর আলম রায়হান, মিজানুর রহমান সুমন।