নীলফামারীর ডোমারে ৩৮তম শুভ-নববর্ষ উপলক্ষে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ হলহলিয়া শাখা আয়োজিত মঙ্গলবার (১৫এপ্রিল) ভোররাত্রীতে তুলসি আরতী ও সমবেত পার্থনার মধ্যদিয়ে দিবসটির সুচনা করা হয়।
সকাল থেকে শুরু করে রাত পর্যন্তÍ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে। সৎসঙ্গ প্রাঙ্গণ যেনো সানাতনধর্মালম্বী সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। তাদের মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ঔদিন সন্ধ্যায় পরিচালনা কমিটির সভাপতি দিজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ভক্তদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন ডোমার ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোসলেহু উদ্দিন শাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখায়রুল আলম তিতুমির, সদস্য সচিব শাহিন আলম শান্ত, জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভপতি মজির উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন, বোড়াগাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ সবুজ বসুনিয়াসহ দলের অনান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিগান পরিবেশন করা হয়। কমিটির কোষাধ্যক্ষ পংকজ কুমার রায় জানান, ঐতিহ্যবাহী সৎসঙ্গ আশ্রমে বিগত ৪০ বছর ধরে হরিসভা,কির্তন,নামসুধাসহ বিভিন্ন ধর্মীম অনুষ্ঠান করে আসছি। আগামীতে সরকারী বে-সরকারী বা জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে এর চেয়েও বড় ধরণের ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে বলে আশা করেন তিনি।