জন দেখেছেন :
০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৫৬৮৬
Time View
নন্দীগ্রামে ভটভটি উল্টে এক শ্রমিক নিহত
বগুড়ার নন্দীগ্রামে ভটভটি উল্টে রেজাউল করিম (২০) নামের শ্রমিক নিহত হয়েছেন। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের গুণবাড়ী বড়পুকুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে শেরপুর উপজেলার জামাইল হাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রেজাউল সহ একদল শ্রমিক কাজে যাওয়ার জন্য বাড়ী থেকে ভটভটি নিয়ে রওনাদেয়। ভটভটিটি ঘটনাস্থলে পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম মারা যায়। এ ঘটনায় আরও দুই-তিনজন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের...
2
বগুড়ার নন্দীগ্রামে ভটভটি উল্টে রেজাউল করিম (২০) নামের শ্রমিক নিহত হয়েছেন। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের গুণবাড়ী বড়পুকুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে শেরপুর উপজেলার জামাইল হাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রেজাউল সহ একদল শ্রমিক কাজে যাওয়ার জন্য বাড়ী থেকে ভটভটি নিয়ে রওনাদেয়। ভটভটিটি ঘটনাস্থলে পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম মারা যায়। এ ঘটনায় আরও দুই-তিনজন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।