নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ৫ টায় তাদের সোনাইচড়ি ঘুনগাছতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন।সূত্র মতে, আটকদের মধ্যে মংছেন মার্মা ( ২৫) ওই ইউনিয়নের ক্যাং পাড়ার মৃত বিমল মার্মার ছেলে এবং জুমিউছেন মার্মা(১৯) একই এলাকার মংছিন থোয়ািন মার্মার ছেলে। এদিকে মাদকদ্রব্য অধিদপ্তরের ইয়াবা আটকের বিষয়টি স্বীকার করে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল ইসলাম জানান, গত সোমবার বিকেলে তারা এ সব ইয়াবা জব্দ করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ আটক-২
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- জন দেখেছেন : ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- ৫৫৬৪ Time View
Tag :
আলোচিত