সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ অবৈধ পদোন্নতি বাতিল এবং ৬দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে সড়ত অবরোধ কর্মসুচি পাল করেছে। বুধবার সকাল ১১টার সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাজিয়া ভূঁইয়া রাজিতা এর নেতৃত্বে হাইকোর্ট কর্তৃক ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি আদেশের বিরোধিতা’সহ নিম্নলিখিত ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ (ব্লকেট) কর্মসূচি পাল করে। প্রথমে একটি মিচিল নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের সাম্মুখ হতে বের হয়ে কাঠের পুল-কাজিপুর মোড়, বাজার স্টেশন হয়ে সিরাজগঞ্জ রেলগেটে এসে কারা অবরোধ বকরে। এতে পুরো এলাকায় যানযটের সৃষ্টি হয়। আটকে থাকে ঢাকাগামি বাসসহ জেলার অভ্যন্তর রুটের সকল যানবাহন।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিলফা, পারভেজ নিরব, মোঃ আশিক, মোঃ তানভীর, মোঃ সাইমন সহ সাধারণ শিক্ষার্থীসহ কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।এসময় তারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করা,জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক “ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকা,ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া,পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করর দাবি জানান।
পরে উপজেলা নির্বঅহী কর্মকর্তঅ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে বেলা ১টার দিকে তারা তাদের কর্মসুচি প্রত্যঅহার করে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ২০২৫ তারিখ মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ক্রাফট ইন্সট্রাক্টর পদ হতে ৩০% পদোন্নতি দিয়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের আদেশ দেয়া হয়। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের পদ কমে যাওয়ায় তারা আন্দোলনে নামে। সংবাদ সম্শেরনে আরো জানানো হয় আগামীকাল থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ৬ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে একযোগে এ আনন্দোলন চালিয়ে যাবে তারা।#