Dhaka ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

স্বর্ণের দাম দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে। এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে তিন হাজার ৩৩ টাকা। যা আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ১,৬৫,২০৯ টাকা, এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১,৬২,১৭৬ টাকা। তারও আগে তা ছিল ১,৬৩,২১৪ টাকা। অর্থাৎ, চলতি সময়ে একাধিক ধাপে স্বর্ণের দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

গোপালগঞ্জে কারফিউ চলবে

ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

জন দেখেছেন : ০৮:৫১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

স্বর্ণের দাম দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে। এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে তিন হাজার ৩৩ টাকা। যা আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ১,৬৫,২০৯ টাকা, এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১,৬২,১৭৬ টাকা। তারও আগে তা ছিল ১,৬৩,২১৪ টাকা। অর্থাৎ, চলতি সময়ে একাধিক ধাপে স্বর্ণের দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।