মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া ও দীঘা ইউনিয়নের আউনাড়া এ দুই গ্রামের লোকজনের মধ্যে বৃহস্পতিবার ২৭ এপ্রিল বিকেলে ব্যাপক সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্র ইট পাটকেল নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে ঘরবাড়ী আসবাবপত্র ভাংচুর করে আহত হয় উভয়পক্ষের বেশকিছু মানুষ। সংবাদ পেয়ে
ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ্রনে আনে। এ সময় সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষের ১০ জনকে আটক করে সেনা বাহিনী। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। সংঘর্ষের কারণ হিসেবে সহকারিণী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, কাঁচিতে ধার করিয়ে মজুরী কম দেয়ার মতো সামান্য ঘটনা নিয়ে এ সংঘর্ষের সুত্রপাত হয়।