সিরাজগঞ্জে পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময়
কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতারন করা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও
পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত
প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)
প্রকল্প এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
উপ-পরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ
নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার শাহাদাত, জেলা পাট অধিদপ্তরের
মূখ্য পরিদর্শক তারানা আফরোজ সজনী, উপজেলা পাট কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু।
প্রশিক্ষণ অনুষ্ঠানে ২৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি করে পাটবীজ ও
১২ কেজি করে রাসায়নিক সার বিতারন করা হয়।