গোপন সংবাদের ভিওিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার ভোর রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিচ ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়।
পরবর্তীতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী স্মারক নং ২৮৪ (১-৫) তারিখ ১০ এপ্রিল ২০২৫ মোতাবেক কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত ২,৯৯,৯৮০ পিছ ইয়াবা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয় বলে জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহমেদ। প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ১৭ এপ্রিল ২০২৫ সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ-এ ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ এবং ভোলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ২.৯৯.৯৮০ পিস ইয়াবা ধ্বংস করা হয়। উক্ত কর্মকান্ডের অভিযানে র্র্যাব সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহলজারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।