বাবা ভ্যান চালক। কোনোভাবেই মেয়ের বিয়ে দিতে পারছিলেন না। পরে খবরটি পৌছে যায় সৈয়দপুরের সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরে। সংগঠনের সদস্যরা সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ি আবাসনে থাকা ভ্যানচালক সামসুল আলমের মেয়ে রেখা বেগমের বিয়ের ব্যবস্থা করেন। এ বিয়ে সম্পন্ন হয় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে।
এলাকাবাসী জানায়, কয়েকমাস আগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মৃত বদর উদ্দিন এর ছেলে মো. আবু ইসলামের সাথে পারিবারিক ভাবে বিবাহ ঠিক হলে অর্থের অভাবে মেয়ের বিয়ের বিদায় দিতে পারছিলেন না। এমতাবস্থায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের শরণাপন্ন হলে সংগঠনের আয়োজন ওইদিন রাতে রেখা বেগমের বিয়ে সম্পন্ন করেন সংগঠনটি। এতে করে প্রশংসায় ভাসছেন সংগঠটির সদস্যরা।
সংগঠনের উপদেষ্টা, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা জানান, সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে। রক্তের গ্রুপ নির্ণয়, রক্ত সংগ্রহ, আর্থিক সহায়তা, মাদক ও বাল্য বিবাহ বিরোধী সভা-সমাবেশ, উদ্বুদ্ধকরণ ও সচেতনামূলক নানা কর্মসূচি পালন করে সবার নজরে এসেছে।