Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় তিন গ্রামের একটি সরকারি স্কুল, নেই কোন চলাচলের রাস্তা

নওগাঁ সদর উপজেলার হাঁসায়গাড়ি ইউনিয়নের ভূতুলিয়া গ্রামে অবস্থিত ভূতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটি গ্রামের শিক্ষার্থীদের জন্য একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলেও নেই কোনো পাকা রাস্তা। ফলে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিদ্যালয়টিতে তালপাতিলা ছাড়াও পার্শ্ববর্তী ভূতুলিয়া ও কানুপাড়া গ্রামের শিশুদের শিক্ষার একমাত্র আশ্রয়স্থল এটি। কিন্তু বিদ্যালয়ে যাওয়া-আসার রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা ও ভাঙাচোরা। বর্ষাকালে রাস্তা কাদায় পরিণত হওয়ায় শিক্ষার্থীরা ভিজে, পিছলে পড়ে এবং ময়লা ড্রেস নিয়ে ক্লাসে হাজির হয়। এতে করে শিশুদের স্কুলে যেতে অনীহা বাড়ছে, আর উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে।

অভিভাবক নাজমুল হক বলেন, “প্রতিদিন এই রকম দুর্ভোগে ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানো কষ্টকর। নিরাপত্তার অভাবে অনেকেই আর স্কুলে পাঠাতে চান না।”

বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা জানিয়ে দেশের খ্যাতনামা সমাজসেবক ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আবেদন জানিয়েছে—তিনি যেন বিষয়টি গুরুত্ব দিয়ে একটি পাকা রাস্তার ব্যবস্থা করেন।

এলাকার অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জানান, অবিলম্বে রাস্তার উন্নয়ন না হলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার আরও বাড়বে, এবং প্রাথমিক শিক্ষার ভিত্তিই দুর্বল হয়ে পড়বে।

বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকাবাসী স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাঁসায়গাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, “নির্বাচিত হওয়ার পর কয়েকবার এলজিআরডিতে রাস্তা নির্মাণের জন্য প্রকল্প পাঠিয়েছি। আশা করছি খুব শিগগিরই কাজ শুরু হবে।”

নওগাঁ এলজিআরডির উপ-সহকারী প্রকৌশলী বলেন, “আমরা বিদ্যালয়ের রাস্তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় রেখেছি। প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে।”

সমস্যার দ্রুত সমাধান না হলে প্রাথমিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে তিন গ্রামের শতাধিক শিশু—এটাই এখন এলাকাবাসীর প্রধান উদ্বেগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

উলিপুরে গভীর রাতে রড ছাড়াই আরসিসি রাস্তা ঢালাই জনরোষে ঠিকাদার ও লেবাররা পালিয়ে যায়

নওগাঁয় তিন গ্রামের একটি সরকারি স্কুল, নেই কোন চলাচলের রাস্তা

জন দেখেছেন : ০৭:৩৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

নওগাঁ সদর উপজেলার হাঁসায়গাড়ি ইউনিয়নের ভূতুলিয়া গ্রামে অবস্থিত ভূতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটি গ্রামের শিক্ষার্থীদের জন্য একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলেও নেই কোনো পাকা রাস্তা। ফলে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিদ্যালয়টিতে তালপাতিলা ছাড়াও পার্শ্ববর্তী ভূতুলিয়া ও কানুপাড়া গ্রামের শিশুদের শিক্ষার একমাত্র আশ্রয়স্থল এটি। কিন্তু বিদ্যালয়ে যাওয়া-আসার রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা ও ভাঙাচোরা। বর্ষাকালে রাস্তা কাদায় পরিণত হওয়ায় শিক্ষার্থীরা ভিজে, পিছলে পড়ে এবং ময়লা ড্রেস নিয়ে ক্লাসে হাজির হয়। এতে করে শিশুদের স্কুলে যেতে অনীহা বাড়ছে, আর উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে।

অভিভাবক নাজমুল হক বলেন, “প্রতিদিন এই রকম দুর্ভোগে ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানো কষ্টকর। নিরাপত্তার অভাবে অনেকেই আর স্কুলে পাঠাতে চান না।”

বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা জানিয়ে দেশের খ্যাতনামা সমাজসেবক ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আবেদন জানিয়েছে—তিনি যেন বিষয়টি গুরুত্ব দিয়ে একটি পাকা রাস্তার ব্যবস্থা করেন।

এলাকার অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জানান, অবিলম্বে রাস্তার উন্নয়ন না হলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার আরও বাড়বে, এবং প্রাথমিক শিক্ষার ভিত্তিই দুর্বল হয়ে পড়বে।

বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকাবাসী স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাঁসায়গাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, “নির্বাচিত হওয়ার পর কয়েকবার এলজিআরডিতে রাস্তা নির্মাণের জন্য প্রকল্প পাঠিয়েছি। আশা করছি খুব শিগগিরই কাজ শুরু হবে।”

নওগাঁ এলজিআরডির উপ-সহকারী প্রকৌশলী বলেন, “আমরা বিদ্যালয়ের রাস্তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় রেখেছি। প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে।”

সমস্যার দ্রুত সমাধান না হলে প্রাথমিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে তিন গ্রামের শতাধিক শিশু—এটাই এখন এলাকাবাসীর প্রধান উদ্বেগ।