কুড়িগ্রামের উলিপুরে খেতমজুর সমিতির ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কমরেড দেলোয়ার হোসেনকে সভাপতি বিশ্বজিৎ সিংহ বাপ্পাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট খেতমজুর সমিতির কমিটি ঘোষণা করা হয়।
শনিবার ১৯ এপ্রিল সকালে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত সম্মেলন স্থল থেকে কাজ, মজুরি, জমি-অধিকার-ইনসাফ চাই,পল্লী রেশন চালু কর, করতে হবে” এ স্লোগান দিয়ে একটি রেলি উলিপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলিপুর চৌরাস্তার মোড়ে একটি মানববন্ধন করে উলিপুর উপজেলা খেতমজুর সমিতির কাউন্সিলররা।
নবনির্বাচিত সভাপতি কমরেড দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা সভাপতি উপেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, সিপিবি নেতা নুর মোহাম্মদ, আনছার প্রমুখ।
এসময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কৃষি জমির নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। দেশের শ্রমজীবী মানুষের অধিকার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে দ্রুত পল্লী রেশন চালুরও দাবি জানান তারা। সম্মেলনের ২য় অধিবেশনে উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য দেলোয়ার হোসেনকে সভাপতি ও বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পাকে সাধারণ সম্পাদক ঘোষন করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে সুভাষ চন্দ্র বর্মন, সহ-সাধারণ সম্পাদক পদে সুনিল চন্দ্র সরকার, কার্যকারী সদস্য পদে আলেয়া বেগম, বাবু মিয়া, মুকুল চন্দ্র, আক্কাছ আলী, মোকছেদ আলীর নামও ঘোষনা করা হয়। এই কমিটি আগামী ৩ বছরের জন্য উপজেলার নেতৃত্ব দিবেন।