নওগাঁয় বিস্কিটের প্যাকেটের ভিতরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ৭৫০ পিস ইয়াবাসহ সানোয়ার হোসেন (৩৮) ও নার্গিস (২৮) দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দনারায়ণপুর পালপাড়া মোড় নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত সানোয়ার রহমান রাজশাহী জেলার কাশাডাঙ্গা থানার ফজলুর ছেলে এবং নওগাঁ সদর উপজেলার বটতরী এলাকার আব্দুল জব্বার এর মেয়ে নার্গিস।
এ বিষয়ে নওগাঁ জেলা ওসি ডিবি আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মানুনের নেতৃত্ব সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খোর্দনারায়ণপুর পালপাড়া মোড় থেকে ৭৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সানোয়ার রহমান ও নার্গিস নামের দুই মাদক ব্যবসায়ীকে তাদের আটক করা হয় এবং আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।