Dhaka ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভুট্টার জমি নিয়ে সংঘর্ষে কৃষক দম্পতি কুপিয়ে জখম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুট্টার জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত সশস্ত্র হামলায় কৃষক ছকুম উদ্দিন ও তার স্ত্রী আঞ্জিনা বেগম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের চর লালচামার গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত কৃষক ছকুম উদ্দিন ওই গ্রামের মৃত খোদা বকশের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছকুম উদ্দিন স্থানীয় আলমগীরের কাছ থেকে চর লালচামার এলাকার একটি জমি কন্টাক্টে নিয়ে ভুট্টা চাষ করেন। ফসল ঘরে তোলার উপযোগী হলে একই এলাকার মতলেব মতলেব হোসেনের ছেলে আজম আলী গং দলবদ্ধ হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে ভুট্টা কাটতে শুরু করেন।।এ সময় ছকুম উদ্দিন, তার স্ত্রী আঞ্জিনা বেগম এবং মেয়ে সীমা বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, ছকুম উদ্দিন ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এমনকি অভিযুক্ত গফুর মিয়া হত্যার উদ্দেশ্যে ছকুম উদ্দিনের বুকের ওপর বসে গলা চেপে ধরেন। পরে তাদের ছেলে রঞ্জু মিয়া ছুটে গিয়ে বাবাকে উদ্ধার করেন। স্থানীয় লোকজনও দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

এঘটনায় ছকুম উদ্দিন সুন্দরগঞ্জ থানায় আজম আলীসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

ভুট্টার জমি নিয়ে সংঘর্ষে কৃষক দম্পতি কুপিয়ে জখম

Update Time : ০৮:৫৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুট্টার জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত সশস্ত্র হামলায় কৃষক ছকুম উদ্দিন ও তার স্ত্রী আঞ্জিনা বেগম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের চর লালচামার গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত কৃষক ছকুম উদ্দিন ওই গ্রামের মৃত খোদা বকশের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছকুম উদ্দিন স্থানীয় আলমগীরের কাছ থেকে চর লালচামার এলাকার একটি জমি কন্টাক্টে নিয়ে ভুট্টা চাষ করেন। ফসল ঘরে তোলার উপযোগী হলে একই এলাকার মতলেব মতলেব হোসেনের ছেলে আজম আলী গং দলবদ্ধ হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে ভুট্টা কাটতে শুরু করেন।।এ সময় ছকুম উদ্দিন, তার স্ত্রী আঞ্জিনা বেগম এবং মেয়ে সীমা বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, ছকুম উদ্দিন ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এমনকি অভিযুক্ত গফুর মিয়া হত্যার উদ্দেশ্যে ছকুম উদ্দিনের বুকের ওপর বসে গলা চেপে ধরেন। পরে তাদের ছেলে রঞ্জু মিয়া ছুটে গিয়ে বাবাকে উদ্ধার করেন। স্থানীয় লোকজনও দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

এঘটনায় ছকুম উদ্দিন সুন্দরগঞ্জ থানায় আজম আলীসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’