সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় সিরাজঘহ্জ কালেক্টরেট চত্বরে জেলা বিএনপি সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,পিপি এ্যাড,রফিক সরকার,এ্যাড,ইন্দ্রজিত সাহা,জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ প্রমুখ। এসময় জেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মোঃ আজাদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলার করে জামায়াত প্রমাণ করেছে তারা একটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত দল। বিএনপি নেতার গায়ে হাত দিয়ে প্রমান করেছে তাদের রাজনৈতিব অবস্থান শুণ্য। যে দলের স্বাধীনতা সংগ্রামে এবং ২৪ এর াান্দোলনে কোন প্রকার ভুমিকা নেই সেই দল এখস ান্যর ঘাড়ে পা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাই এই দলের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ এবং আজাদ হোসেনের ওপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারক লিপি প্রদান করে জেলা বিএনপি।
উল্লেখ্য,গত শুক্রবার জুম্মার নামাজ শেষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ শহরের থানা গেটের সামনে দাড়িয়ে ছিলেন। এসময় পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমান ও তার সহযোগিদের নিয়ে আজাদ হোসেনে উপর আক্রমণ করে হাতুড়ি দিয়ে বেধম পেটার। এ ঘটনার প্রধান অভিযুক্ত হাফিজুরকে রাতেই পুলিশ আটক করে। আহত ওই বিএনপি নেতা বর্তমানে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।