Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হারতে হারতে জিতে লা লিগার কর্তৃত্ব বার্সার হাতে

বার্সেলোনার লা লিগায় বড় এক ফাঁড়া গেছে। ঘরের মাঠে হারের শঙ্কায় পড়েছিল কাতালানরা। সেখান থেকে সমতায় থাকতে হবে মনে হচ্ছিল। তবে শেষ বাঁশির আগে পেনাল্টি থেকে গোল করে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের দল। এই লা লিগার কর্তৃত্ব শক্ত হাতেই ধরে রেখেছেন রাফিনিয়া-ইয়ামালরা ।

শনিবার (১৯ এপ্রিল) ঘরের মাঠে ৩২তম রাউন্ডের লিগ ম্যাচে তরুণ লামিনে ইয়ামালকে বিশ্রাম দিয়ে খেলতে নামে বার্সা। তার বদলি নামা ফেরান তোরেস ১২ মিনিটে দলকে লিড এনে দেন। কিন্তু পরেই ওই লিড হারায় কাতালানরা। ১৫ মিনিটে ১-১ গোলের সমতা করেন সেল্টার ৩২ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার বোর্জা ইগনিসিয়াস। বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনি শিশুতোষ ভুল করে বসেন।

দ্বিতীয়ার্ধে তিনি পরপর দুই গোল করে সেল্টাকে ৩-১ গোলের লিড এনে দেন। ইগনিসিয়াস ৫২ ও ৬২ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে দেন। যদিও ৬৪ মিনিটে রাফিনিয়ার বাড়ানো বলে গোল করে ৩-২ গোলের ব্যবধানে ম্যাচে দলকে ম্যাচে ফেরান দানি অলমো। পরেই রাফিনিয়া গোল করে ব্যবধান ৩-৩ করে ফেলেন।

ম্যাচ ওই ব্যবধানেই শেষ হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের ৮ মিনিটে বক্সে দানি অলমোকে ফাউল করে পেনাল্টির বাঁশি হজম করে লিগ টেবিলে সাতে থাকা সেল্টা ভিগো। রাফিনিয়া শট নিয়ে গোল করতে ভুল করেননি। এই জয়ে লা লিগা একপ্রকার বার্সার হাতে উঠে গেল।

বার্সা ৩২ লিগ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট তুলেছে। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে। সেল্টার বিপক্ষে ম্যাচে বার্সা হারলে শিরোপা লড়াইয়ে পিছিয়ে যেত। সমতায় শেষ হলে ১১ এপ্রিলের এল ক্লাসিকো হতে পারত শিরোপা নির্ধারণী ম্যাচ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

মোংলা বন্দরে অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে মংলা বন্দর কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

হারতে হারতে জিতে লা লিগার কর্তৃত্ব বার্সার হাতে

Update Time : ০৮:৩৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বার্সেলোনার লা লিগায় বড় এক ফাঁড়া গেছে। ঘরের মাঠে হারের শঙ্কায় পড়েছিল কাতালানরা। সেখান থেকে সমতায় থাকতে হবে মনে হচ্ছিল। তবে শেষ বাঁশির আগে পেনাল্টি থেকে গোল করে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের দল। এই লা লিগার কর্তৃত্ব শক্ত হাতেই ধরে রেখেছেন রাফিনিয়া-ইয়ামালরা ।

শনিবার (১৯ এপ্রিল) ঘরের মাঠে ৩২তম রাউন্ডের লিগ ম্যাচে তরুণ লামিনে ইয়ামালকে বিশ্রাম দিয়ে খেলতে নামে বার্সা। তার বদলি নামা ফেরান তোরেস ১২ মিনিটে দলকে লিড এনে দেন। কিন্তু পরেই ওই লিড হারায় কাতালানরা। ১৫ মিনিটে ১-১ গোলের সমতা করেন সেল্টার ৩২ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার বোর্জা ইগনিসিয়াস। বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনি শিশুতোষ ভুল করে বসেন।

দ্বিতীয়ার্ধে তিনি পরপর দুই গোল করে সেল্টাকে ৩-১ গোলের লিড এনে দেন। ইগনিসিয়াস ৫২ ও ৬২ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে দেন। যদিও ৬৪ মিনিটে রাফিনিয়ার বাড়ানো বলে গোল করে ৩-২ গোলের ব্যবধানে ম্যাচে দলকে ম্যাচে ফেরান দানি অলমো। পরেই রাফিনিয়া গোল করে ব্যবধান ৩-৩ করে ফেলেন।

ম্যাচ ওই ব্যবধানেই শেষ হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের ৮ মিনিটে বক্সে দানি অলমোকে ফাউল করে পেনাল্টির বাঁশি হজম করে লিগ টেবিলে সাতে থাকা সেল্টা ভিগো। রাফিনিয়া শট নিয়ে গোল করতে ভুল করেননি। এই জয়ে লা লিগা একপ্রকার বার্সার হাতে উঠে গেল।

বার্সা ৩২ লিগ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট তুলেছে। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে। সেল্টার বিপক্ষে ম্যাচে বার্সা হারলে শিরোপা লড়াইয়ে পিছিয়ে যেত। সমতায় শেষ হলে ১১ এপ্রিলের এল ক্লাসিকো হতে পারত শিরোপা নির্ধারণী ম্যাচ।