খুলনা নগরীর জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামীলীগের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ২০ এপ্রিল রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহাঃ আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।গতকাল রোববার সকালে জিরো পয়েন্ট এলাকায় মিছিল করার পর দুপুরে সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুরে ঝটিকা মিছিল করা হয়।
এদিকে, নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মোঃ ওয়ালিদ হাসান ইমনকে (২২) আটক করেছে পুলিশ। রোববার ২০ এপ্রিল বিকেল ৪ টার দিকে তাকে নগরীর বয়রা মহিলা কলেজের সামনে থেকে আটক করা হয়। অপরদিকে লবনচরা থানা পুলিশের অভিযানে লবনচরা বান্দা বাজারের সাহা আলম ব্যাপারি. মোঃ রফিকুল ইসলাম ও মোকাবের হোসেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই জানান, মিছিল করার অভিযোগে মোঃ ওয়ালিদ হাসান ইমন নামের একজনকে আটক করা হয়েছে। বিকালে বয়রা কলেজ মোড় এলাকা থেকে আটক করা হয়। সে আফজালের মোড় এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মোল্লার ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, বয়রা মহিলা কলেজ রোডে মিছিলের চেষ্টাকালে তাকে আটক করা হয়। হঠাৎ কয়েকজন যুবক একত্রিত হয়ে মিছিলের চেষ্টা করলে স্থানীয়রা প্রতিহত করে। পালিয়ে যাওয়ার সময়ে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।