খুলনার বটিয়াঘাটা থানা ধীন তেঁতুলতলা দশগেট এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণনের অভিযোগ উঠেছে। শনিবার ১৯ এপ্রিল রাত আনুমানিক ৮ টার দিকে কিশোরী দশ গেটের সংলগ্ন দোকান থেকে বিস্কুট কিনে আনতে যায়। বিস্কুট নিয়ে বাসার ফিরে আসতে গেলে খোকন (৬০) নামের এক প্রতিবেশী কিশোরী কে তার বাবা তেঁতুলতলা বাজারে ডাকে বলে দশ গেটের নামক স্থানে নিয়ে মুখ চেপে ধরে পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়। পরবর্তীতে ঐদিকে ৩ থেকে ৪ জন ছেলেকে জেতে দেখে মিলন খা নামের এক প্রতিবেশী তাদের কে খুজতে যায়।
কিন্তু মিলন খা নদীর দিকে খুজতে গেলে খোকন সহ আরো অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন কিশোরী কে মুখ চেপে ধরে অন্য একটি ফাকা জায়গায় নিয়ে জায়। এদিকে মেয়েকে না পেয়ে কিশোরীর মা, বোন ও প্রতিবেশি মোঃ মিলন খোজা খুজির এক পর্যায়েব রাত ৯ টা ৩০ মিনিটের দিকে মিলন খা জামাল সাহেবের পুরনো টিউবয়েলের পাশে ফাকা নির্জন জায়গায় অজ্ঞান অবস্থায় কিশোরীকে উদ্ধার করে।তৎখনিক এলাকা বাসী কিশোরীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।