মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলার মুল আসামি হিটু শেখসহ চার আসামিকে কড়া নিরাপত্তায় রবিবার ২০ এপ্রিল আদালতে হাজির করা হয়। মামলার চার্জ গঠনের জন্য আতালতের বিচারক এম জাহিদ হাসান আগামী ২৩ এপ্রিল শুনানির দিনধার্য করেছেন। উল্লেখ্য গত ১৩ এপ্রিল মাগুরার চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামিসহ অপর তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ১৩ এপ্রিল রবিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযোগপত্রে শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধে অভিযুক্ত করা হয়েছে। শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে ভয়ভীতি প্রদর্শন (দণ্ডবিধির ৫০৬ ধারা) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে অপরাধের আলামত নষ্টের (দণ্ডবিধির ২০১ ধারা) অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে ধর্ষণের ঘটনাটি সকালে ঘটেছে বলে উল্লেখ করা হয়।